মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জুয়েল (৩২) নামে এক বালু ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র বর্মন এই জরিমানা করেন। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পঞ্চগড়ের উপ পরিচালক মো. জাকির হোসেন সহ গোয়েন্দা শাখার সদস্য আবু রায়হান, সাইফুল ইসলাম এবং পঞ্চগড় সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।
ভ্রাম্যমান আদালত জানান বেশ কিছুদিন থেকে করতোয়া নদীর আহম্মদনগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি মহল। আজ দুপুরে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের মাধ্যমে জানা যায় জুয়েল শাহিন সহ বেশ কিছু লোক নদীতে বালু উত্তোলন করছিল। পরে সেখানে গিয়ে দেখা যায় নদী থেকে বালু তুলে নৌকার মাধ্যমে ট্রাক্টর দিয়ে বালু পরিবহন করছেন অবৈধ বালু ব্যবসায়ীরা। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টর ও নৌকা ভর্তি বালু রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। তাছাড়া নদীর সেই স্থানে বালু মহাল নেই। ট্রাক্টর জব্দ করার কথা বলা হলে বালু ব্যবসায়ি জুয়েল সহ আরও কয়েকজন ছুটে আসেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা এবং একই ধারার ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আগামিতে নদীতে বালু মহাল ছাড়া নদীর অন্য কোন স্থানে বালু উত্তোলন করলে কঠোর আইনি প্রদক্ষেপের হুশিয়ারি দেওয়া হয়।