রানা খান,প্রতিনিধি শ্রীপুর,গাজীপুরঃ রেল লাইনের উপর ক্রেন উল্টে পড়ে ঢাকা- ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে ।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮:৩০মিনিটের দিকে গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেল স্টেশনের দক্ষিণ পাশে কাটা পুলের পাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী কামরুল হাসান জানান, রেল লাইনের কংক্রিটের স্লিপার পরিবর্তনের জন্য আনা চিপার নামানোর সময় রেল লাইনের পাশের মাটি ঢেবে রেল লাইনের উপর ক্রেন উল্টে পড়ে যায়। কেউ হতাহত হয়নি।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, ক্রেন উল্টে যাওয়ার কারণে ঢাকা ময়মনসিংহ রিয়াল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শ্রীপুর রেল স্টেশনে তিস্তা এক্সপ্রেস এবং কাওরাইদ স্টেশনে কম্পিউটার আটকে পড়েছে। এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।