এস এম সোহেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল বহস্পতিবার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে জেলা উনয়ন সমন্বয় সভা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) শুকুমার কুমার মাহাতা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুবার রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মাদকসহ বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। সভায় জেলা সদর হাসপাতাল টালিমডিসিন সেবা চালু ও সেট্রাল অক্সিজন লাইন চালু রয়েছ। এছাড়া হাসপাতালে ১১২ জন গর্ভবর্তী মায়ের ডেলিভারী করা হয়েছে। ২৬ ধর্ষিতার পরীক্ষা ও ৯টি অপমত্যুর পোস্টমর্টাম করা হয়েছে। চরাঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ের মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করার জন্য আহবান জানান। গাইবান্ধা জেলা সদর উপজলার ঘাঘাট ও সুদরগঞ্জ উপজলার খানাবাড়ি পার্শ্ববর্তী এলাকার যমুনা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের অগ্রগতি, গাইবান্ধা ফোরলাইনের অসমাপ্ত কাজ দ্রত সম্পন্ন, বাল্য বিবাহ রোধ ইত্যাদি বিষয় নিয়ে আলাচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়।