লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদি থেকে পাইপগান,রামদা ও সুইজ গিয়ার চাকুসহ মো: আ: কাদির দুলাল (৬৫) কে শনিবার সকাল ৮টার দিকে আটক করেছে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প।আটককৃত দুলাল জেলার কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িগাই গ্রামের মৃত হাজী কালাচান এর পুত্র।র্যাব সূত্র থেকে জানা গেছে, র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্ত্বিতে জানতে পারে যে, জেলার কটিয়াদি উপজেলাধীন শিবনাথ শাহের বাজার এলাকায় একজন লোক দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। র্যাব তাদের গোয়েন্দা নজরধারীতে নিশ্চিত হয়ে ২৯ অক্টোবর সকাল আটটার দিকে অভিযান চালিয়ে মো: আ: কাদির দুলাল মিয়াকে আটক করে।
এ সময় তার মালিকাধীন দুলাল ওয়ার্কশপের একটি রুমের ভিতর থেকে একটি পাইপগান,একটি রামদা ও একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত অস্ত্রধারী দুলাল এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রেখেছিল বলে স্বীকার করে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।