মাসুদ রানা,জেলা প্রতিনিধি গাজীপুরঃ আজ শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র”
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দফতর থেকে র্যালি বের হয়।
র্যালি শেষে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল বারী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক এবং স্টাইলিশ গার্মেন্টসের স্বত্তাধিকারী জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার),
পিপিএম (বার)।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যানজটমুক্ত গাজীপুর গড়ার জন্য জিএমপি কমিশনার মহোদয়কে কে ধন্যবাদ দেন। অপরাধমুক্ত গাজীপুর গড়তে পুলিশের সাথে একসাথে কাজ করার আহবান করেন।
সভাপতির বক্তব্যে সম্মানিত কমিশনার মহোদয় বলেন, সমাজ থেকে মাদক,ইভটিজিং ও ছিনতাই দূরে করতে কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিহার্য। অপরাধ দূরীকরণে গাজীপুরবাসীর মধ্যে ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং ছাড়িয়ে দেওয়ার জন্য কমিশনার মহোদয় অনুরোধ করেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং কমিউনিটি পুলিশিং মেম্বারদের (সিপিএম) মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবীগণ,নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়গণ ও জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।