লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে মো: জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০), পিতা – মো: রফিকুল ইসলাম রেনু, ও তাহার স্ত্রী- জেসমিন আক্তার ওরফে ঝর্না(৩৫), উভয় সাং- রামনগর,ইউনিয়ন- জয়কা, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানা ও নারায়গঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হইতে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ বিপিএম (বার)নির্দেশে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) জনাব মো: ইফতেখারুজ্জামান এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ করিমগঞ্জ থানা জনাব মো: শামসুল আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে ও মোহাম্মদপুর ও ফতুল্লা থানা পুলিশের সহায়তায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব জয়নাল আবেদীন এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই এমরান ভূইয়া, এএসআই মুজিবুর রহমান ও নারী কনস্টেবল মৌরানি রাজ বংশি গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সর্বমোট ১২ টি জিআর/সিআর গ্রেফতারী ওয়ারেন্ট রয়েছে বলে জানা যায় । তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে। মো: জাহাঙ্গীর আলম ওরফে আকাশ এর কোম্পানির নাম এ.বি.সি. মাল্টি ফুড প্রোডাক্ট লিঃ, ওয়ার্ড নং- নতুন-২৬ (পুরাতন-৩৯), তেজগাঁও, ঢাকা। জানা যায়, এই কোম্পানি দেখিয়ে ভিন্ন ব্যবসা এবং দ্রব্য সরবরাহের প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা আদায় করে এবং পরবর্তীতে সেই দ্রব্য সরবরাহ না করে তারা প্রতারণা করে। এভাবে বহু মানুষকে তারা সর্বস্বান্ত করেছে। আটককৃত পরওয়ানাভুক্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। করিমগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান।