লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন হয়েছে।
মঙ্গলবার ( ১ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।পরে ঢাকা থেকে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হয়। কিশোরগঞ্জ যুব ভবনে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা, সনদপত্র বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, স্থানীয় সরকার কিশোরগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক জেড এ সাহাদাৎ হোসন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার আশরাফুল কবীর ও যুব উন্নয়ন অদিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে যুব সংগঠক আমিনুল হক সাদী, যুব নারী উদ্যোক্তা রিমা আক্তার, সুমা আক্তার প্রুমুখ যুবদের নিয়ে আলোকপাত করেন।বিকালে যুব ভবন মাঠে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ বনাম প্রশিক্ষণার্থীবৃন্দ মাঝে প্রীতি ভলিবল ম্যাচে অনুষ্টিত হয়। অনুষ্টান শেষে একই স্হানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযোন পরিচালিত হয়।