মোঃ সাহিদুল ইসলাম,ডোমার,নীলফামারী উপজেলা প্রতিনিধিঃ ১৯১৯ সালে স্থাপিত নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ‘ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়’ এর ম্যানেজিং কমিটি নির্বাচনের অভিভাবক সদস্য পদে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে আজ।
শনিবার (৫ই নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করেন অভিভাবকেরা। ভোট গণনা শেষে সন্ধ্যায় ডোমার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার আবু রাহাত সোহেল রানা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের ফলাফল ঘোষণা করেন।
এতে সর্বোচ্চ ৪৯০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন—মো. মামুনুর রশিদ বসুনিয়া সজিব। নির্বাচিত আরও তিন অভিভাবক সদস্য হলেন—উজ্জল কানজিলাল (৪৩১ ভোট), মো. রাশেদুজ্জামান রাশেদ (৪২৭ ভোট) ও বেলাল হোসেন (৪২০ ভোট)।
ফলাফল অনুযায়ী পরাজিত প্রার্থীরা হলেন—মো. মোজাহেদুল ইসলাম (৩৮২ ভোট), মো. রাজু আমিন (৩৮০ ভোট) ও সাজ্জাদ কিবরিয়া পাপ্পু (২০৩ ভোট)।
উল্লেখ্য, এবারের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ১৪ জন। গত কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মো. আখতারুজ্জামান সুমন।