তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বনার্ঢ্য র্যালী উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির,অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,ওসি সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা সমবায় অফিসার কর্মকর্তা আশীষ আচার্য্য, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আ.লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, মৎস্যজীবি লীগের আহবায়ক গোলাম জিলানী সোহেল, যুবলীগ নেতা আবুল কাশেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।