আজিম আলী,ঝিনাইদহঃ ঝিনাইদহে সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়ন বিজয় পুর পূর্ব পাড়া একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তার ফলের বাগানে আগুন ও ফল চুরি ঘটনা ঘটেছে।
আব্দুর রউফ(৫২) সাবেক সিনিয়র ওরেন্ট অফিসার। অবসরের পর একজন উদ্দ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে।তারই ফলসূর্তিতে বসতবাড়ী পাশে ৪০ শতক জমিতে ৬০ টি মাল্টার চারা ও ১৫৫ টি কমলার চারা রোপন করেন।২০২০ সালের নভেম্বর মাসে এই চারা রোপন করে দৃর্ঘ্য প্রায় ৩ বছর পর গাছে ফল ধরে।কিছু ফল বাজারেও বিক্রি করেছেন।
স্থানীয় কিছু কুচক্রী মহল তার এই ফলের বাগান থেকে ফল চুরি করতে থাকে।তিনি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দ্বারা মিমাংসা করার চেষ্টা করার তারা আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং নানা রকম হুমকি দিতে থাকে।গত ৮ ই নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে তারের বেড়া কেটে বাগানের ভিতর ডোকে কিছু দুর্বৃত্তরা। তার পর সেখানে থাকা পাহারাদারে টিনের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘরের আছে পাশে বেশ কয়েকটি গাছ পাঁকা ফলসহ পুড়ে যায়।প্রায় ২ মন ফল পেড়ে জমিতে ফেলে রেখে যায় সাথে চুরি করেও নিয়ে যায়।আব্দুর রউফ বলেন,”আমি এখন নিরাপত্তাহীনায় আছি।থানায় একটি অভিযোগ জমাও দিয়েছি।আমি প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই।”