আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়বাদী দল- বিএনপি ওসকল অংঙ্গসংগঠন নেতা কর্মী ও সাধারণ জনগনের মধ্যে লিফলেট বিতরণ করছে।লিফলেট বিতরণেত সময় নেতাকর্মীরা জনগনের উদ্দেশ্যে বলেন, ধর্মঘট দিয়ে বিএনপির বিভাগীয় সমাবেশ বন্ধ করা যাবে না।প্রয়োজনে পায়ে হেটে ফরিপুর গিয়ে সমাবেশ সফল করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ র নিঃশর্ত মুক্তি, চাল- ডাল,জ্বালানী তেল,চিনি, গ্যাস- বিদ্যুত সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি – দুঃশাসন গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবীতে আগামী ১২ নভেম্বর ( শনিবার) বেলা ২ ঘটিকায় ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানান সাবেক সাংসদ -১ বীর মুক্তিযোদ্ধা বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি জেলা বিএনপির সদস্য সাবেক সাংসদ -১ খন্দকার নাসিরুল ইসলাম নাসির সহ উপজেলার নেতাকর্মীবৃন্দ।