এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার সুধীজনদের উদ্যোগে মতবিনিময় করেছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আসছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সুধীজন উপস্থিত ছিলেন।
সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টায় পৌর এনসিডিপি মার্কেটের ছাদে সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাম্প্রতিক সময়ে উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তি ফুলবাড়ী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু শান্তনু দেব, হরিরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছবদের আলী, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান নওশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দরবস্ত ইউনিয়নের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান নজমু, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলর খলসীর এস এম তৌহিদ, রাখালবুরুজ ইউপির আ.র.ম তবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়।
সভায় সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সুলতান মাহমুদ ফুল মিয়া ও ছাত্রনেতা বাবুল, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ফুলপুকুরিয়া কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী জিলহাজ্ব সরকার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম,শিক্ষানবীশ এ্যাড.শাহীন ও সেকেন্দার আলী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান,৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ফারুক হোসেন ও ৪নং ওয়ার্ডের দুদুল, ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর শাহীন আকন্দ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার ও অ্যাডভোকেট রাজিবুল মাহমুদ মুন্না, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম আন্টু, ব্যবসায়ী শফিকুল, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সদস্য বাবু মিয়া, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন শেখ ভেলা, ৯ নম্বর ওয়ার্ড থেকে মুক্তার হোসেন সাদ্দাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীয়া সম্পাদক বাবু শৈলেন্দু মোহন রায় স্বপন, তালুককানুপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মাস্টার,গুমানীগঞ্জ ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রহমান আতিক,বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ, শফিক, শাহাদত হোসেন সাদী,গোবিন্দ রাজভর মনা, মাফিজার রহমান, ধলু শেখ,আনোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। অত্যন্ত মনোযোগের সাথে সুধীসমাজ তার জীবনের চড়াই উৎরাই এর গল্প শোনেন। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার মত প্রকাশ করে বলেন- বিগত সময়গুলোতে গোবিন্দগঞ্জ পৌরসভার সাধারণ নাগরিক সহ উপজেলার আপামর জনতা ও ভোটাররা যেভাবে আমাকে ভালোবাসা জানিয়েছে; তা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড তুলে ধরে সাধারণ ভোটার ও নাগরিকদের ঐক্যবদ্ধ করার আহবান জানান।