রেজওয়ানুল ইসলাম রনি, স্টাফ রিপোর্টারঃ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
আজ সোমবার হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন ২২১ সদস্য বিশিষ্ট কমিটি করে তা অনুমোদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিলে তারা তা অনুমোদন করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টনমেন্ট খ্যাত প্রভাবশালী হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল।বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও এই হলের শিক্ষার্থী ও সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কর্মকত রয়েছেন এই হলের সাবেক অনেক শিক্ষার্থী।