মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ নভেম্বর বুধবার বিকেলে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, টেকনিক্যাল ম্যানেজার (টিভেট এন্ড ইয়্যুথ ডেভলপমেন্ট) মো: শাহিন, সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মনিটরিং এন্ড ইভুলুয়েশন অফিসার মুহিত ইবনে তাজ প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়ীত্বশীর জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহবান জানানো হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024