এইচ এম শহীদ,পেকুয়া প্রতিনিধিঃ স্বাস্থ্য সেবা,মানব সেবা পেকুয়া উপজেলা শাখা উদ্বেগে পেকুয়া উপজেলা সদর ইউনিট শাখায় পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির-১৯ নভেম্বর২০২২ইং শনিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে পল্লী চিকিৎসক ও এমইউপি -দিদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনাও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাংবাদিক,এসএম শাহাদাত হোসেন, পল্লী চিকিৎসক আলহাজ্ব শাহাব উদ্দিন, আহ্বায়ক মোঃ নুরুল কবির, সদস্য সচিব এসএমএ রহিম ও পেকুয়া পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। পেকুয়া ইউনিয়নের পল্লী চিকিৎসকের পক্ষ থেকে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক সোহেল মানিক,মোঃকপিল উদ্দিন ,রিপন, নুরুল কাদের,মোঃফোরকান উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মোঃসাহেদুল ইসলাম,মোঃআবুবকর ছিদ্দিক,মোঃ এরশাদ,মোঃশাহাব উদ্দিন,মোঃ হেলাল উদ্দিন,মোঃইদ্রিস উদ্দিন,মোঃ রিদুয়ান,ও জাকের আলম সহ সদস্যরা। সকলের মতামত ব্যক্ত করে পেকুয়া উপজেলার একমাত্র অবহেলিত উপকূলীয় অঞ্চল । সাধারণ,গরিব অসহায় মানুষ চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে আছে এই এলাকার জনসংখ্যা। সকল পল্লী চিকিৎসককে মিলেমিশে সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা মানবিক সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন সকল নেতৃবৃন্দ সহ সদস্যরা। সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি সভা মূলতবী ঘোষণা করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024