মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি বলেছেন- ভূমি ব্যবস্থাপনা সহ প্রবাসী কল্যান,যুব উন্নয়ন, পুলিশ, মহিলা অধিদপ্তর, সমাজসেবা, ব্যাংকিং খাত, কৃষি, শিক্ষা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় দেশে দুর্নীতি এবং মানুষের হয়রানি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের কারণে বাংলাদেশ বর্তমানে ডিজিটালাইজেশনের অনেক অগ্রগতি হয়েছে। এর প্রভাবে জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারী বেসরকারী প্রতিটি সেবা ক্ষেত্রে মানুষ উপকার পাচ্ছে।
শনিবার মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় মধ্যে দিয়ে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিটা কেটে দুইদিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন। তিনি আরও বলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখ চত্বরে আয়োজিত এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২৫টি স্টল স্থাপিত হয়েছে। যেখানে বিভিন্ন প্রতিষ্টান তাদের নতুন উদ্বাবন প্রদর্শন করেছেন। সারাদেশের মত মেহেরপুর জেলা এবং উপজেলা পর্যায়ে এই মেলা অনুষ্টিত হচ্ছে। দেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর করতে সরকার এই ডিজিটাল মেলার আয়োজন করেছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এমপি মকবুল হোসেন, মেহেরপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজাহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক ও সহ-সভাপতি আব্দুল হালিম। দুইদিন ব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন দপ্তর, সরকারি-বেসরকারী অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলামের নেতৃত্ব এই র্যালী উপলক্ষ্যে শহরে একটি র্যালী বের করা হয়।