মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে গঠিত সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ এর নীলফামারী জেলা শাখার আওতাধীন ডোমার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী।
বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাবেদুল ইসলাম সানবীমের সভাপতিত্বে সন্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী।
সংগঠনের সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরকাদের সরকার ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান, ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায় প্রমূখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের কাজ করতে হবে। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বরং কঠোরভাবে কলমের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এছাড়া সর্বজন কর্তৃক গ্রহণযোগ্য এবং সুন্দর লেখনীর মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে প্রত্যেক সাংবাদিককে। বাংলাদেশ প্রেস ক্লাব সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন। যেখানে সারাদেশে প্রায় ৭৭ হাজার সাংবাদিক যুক্ত রয়েছেন। প্রত্যাশা রইলো, ডোমারে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক গতিশীলতা অব্যাহত থাকবে এবং জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনে এখানকার সাংবাদিকেরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শাহাদ শাহীন সহ বাংলাদেশ প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন—ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য আলহাজ্ব মো. নাজমুল আলম। এর আগে, অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আব্দুল বারী ডোমার উপজেলা শাখার সভাপতি পদে জাবেদুল ইসলাম সানবীম ও সাধারণ সম্পাদক পদে নুরকাদের সরকার ইমরান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সাখাওয়াৎ আমিন সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।