মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক রবিবার ( ০১ জানুয়ারি ২০২৩) সকালে পলাশপুর জোনের তত্ত্বাবধানে পরিচালিত হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড স্কুল এবং খেদাছড়া উচ্চ বিদ্যালয়ে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে প্রতি বছরের ন্যায় বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন।
এসময় বই বিতরণ কার্যক্রমে পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইন্জিনিয়ার্স স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকগণ অত্যন্ত আনন্দিত।
এসময় অন্যান্যের মধ্যে পলাশপুর জোনের সুবেদার মেজর নুরুল ইসলাম, হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।