মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ব্যাপক উৎসাহ ও উশুীপনাও আনন্দ ঘোন পরিবেশের মধ্য দিয়ে বছরের শুরুতে সাতক্ষীরায় মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার ১লা জানুয়ারী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা.আ, ফ,ম রুহুলহক।
এ সময় স্কুলের প্রধান শিক্ষিক সহ উপজেলা প্রশাসন ও আয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, প্রধান শিক্ষক মোঃ আব্দুল আল মামুনসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ১০লাখ ৩৩হাজার ৫৫৮টি বই ও মাধ্যমিক ২লাখ ৮০ হাজার বই বিতরন করা হয়।