আমিরুল ইসলাম রাশেদঃ কক্সবাজারের পেকুয়ায় নিজ অর্থায়নে মগনামা কাটা ফাঁড়ী টু উজানটিয়া করিমদাত চৌধুরী ঘাট সড়কের প্রায় ১০ কিলোমিটার রাস্তার গর্ত ও ভাঙা মেরামত করে দিলেনন উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম।
সরজমিন গিয়ে দেখা যায়, কাটা ফাঁড়ী টু উজানটিয়া করিমদাত চৌধুরী ঘাট সড়কের মগনামা দারিয়াখালী পয়েন্টের রুপাই খালের বড় ভাঙ্গা সহ সড়কের মাঝ পথে ছোট বড় প্রায় ভাঙ্গায় ইট ও বালু দিয়ে মেরামত করে দেওয়া হয়েছে। এই মেরামতে প্রায় ৬ লক্ষ টাকা নিজ তহবিল থেকে ব্যয় করেছেন চেয়ারম্যান তোফাজ্জল করিম।
উজানটিয়ার কয়েক জন নাগরিক বলেন,আমরা খুবই দুর্ভোগে চলাচল করছিলাম,চেয়ারম্যান তোফাজ্জল করিম সেই কষ্ট দূর করে দিয়েছেন।
এই বিষয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন,ঘূর্ণিঝড়ের কারণে কাটা ফাঁড়ী টু উজানটিয়া করিমদাত মিয়া সড়কে কয়েকটি পয়েন্টে রাস্তা ভেঙ্গে যায়, দারিয়াখালী রুপাইখালের ভাঙ্গা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। জনগণের চলাচলের জন্য মেরামত করে দিয়েছি।