সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সমাজসেবা দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঊক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, তথ্য অধিদপ্তরের তথ্য সেবা কর্মকর্তা হালেমা, ইউএসডিও সংস্থার প্রতিনিধি খায়রুল ইসলাম, তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা পুরস্কার পেলেন। তার মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেলেন-হেলাল উদ্দিন এবং বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক পেলেন ইউনিয়ন সমাজকর্মী জিহান জিমি, ইউনিয়ন শ্রেষ্ঠকর্মী হিসাবে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক পেলেন মানিক লিটন ও রিয়াজুল ইসলাম, আরিফুজ্জামান, হোসেন আলী, প্রদীপ কুমার, নবাব আলী, সাজু ও সুলতান আলী ।