আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ খতীবদের জাতীয় সংগঠন “শানে সাহাবা খতীব কাউন্সিল” বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ১৪ জানুয়ারী-২৩ শনিবার “বাঁশখালী মডেল মাদ্রাসা” মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খতীব কাউন্সিল চট্টগ্রামের মুহতারাম সদস্য, মাওলানা মোজ্জাম্মেলুল হক সাহেব, প্রধান অতিথি ছিলেন
খতীব কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান, মাওলানা শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাঁশখালী মডেল মাদ্রাসার প্রতিষ্টতা পরিচালক, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী সাহেব।
অনুষ্টানে বাঁশখালীর বিভিন্ন মসজিদের খতীব মহোদয়গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে চেয়ারম্যান মহোদয় বাঁশখালীতে মসজিদ ভিত্তিক নামাজ প্রশিক্ষণের কর্মসূচি ঘোষণা করেন।