মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ কপোতাক্ষ নদের তীরে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। চলছে ব্যাপক তোড়জোড়। মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৯তম জন্ম জয়জন্তী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী তীর্থভূমিতে আগামী ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ৭ দিনব্যাপী মধু-উৎসব মধুমেলা ২০২৩। যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলা চলবে ২৫ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। করোনা মহামারির কারণে দীর্ঘ তিন বছর রিবতীর পর এবার শুরু হচ্ছে মধুবরণ। তাই মেলাকে স্বার্থক করতে আয়োজক কমিটি ব্যস্ত সময় কাটাচ্ছে। আর মধুপল্লীকে নতুন সাজে সাজতে ফুসরত নেই যেন পরিচ্ছন্ন কর্মীদেরও। সরেজমিনে দেখাগেছে, কবির মাতৃভূমি পিতৃভূমির প্রতিটি স্থানকে পর্যাটকদের জন্য আকর্ষনীয় করে তোলার জন্য রংতুলির পরশ বুলাতে ব্যাস্ত সময় পার করছে শিল্পী ও পরিচ্ছন্ন কর্মীরা। প্রতœতত্ত¡ বিভাগের প্রধান সাগরদাঁড়ী মধুপল্লীর কাষ্টডিয়ান হাসানুজ্জামান বলেন, আগামী ২৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী এ উপলক্ষ্যে সাতদিনব্যাপী চলবে মধুমেলা। তাই আমরা সকলেই দিনরাত চেষ্টা করে যাচ্ছি মধুপল্লীর শোভা বর্ধনের জন্য। মেলা শুরু হওয়ার আগেই সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে আশা করছি। তিনি আরও বলেন, অন্য বছরের চেয়ে এবার অধিক সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম ঘটবে। এবিষয়ে মেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খাঁন বলেন, ৩ বছর পর মধুমেলা শুরু হচ্ছে এবার। তাই কবি ভক্তদের আনাগোনা ও পর্যটকদের উপস্থিতি বেশী থাকবে বলে আমরা আশা করছি। আর সেই কারণে পর্যপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সম্পুর্ণ মেলা প্রাঙ্গনকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং কোন অনাকাঙ্খিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য ভ্রাম্যমান আদালতের ব্যবস্থা রাখা হয়েছে।