এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় যাত্রীবেশে বাস যোগে ভ্রমণের আড়ালে ২৪ বোতল ফেনসিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যাত্রী হলো মো:লাবু মিয়া (৩৮) পিতা.মো: ছারমান, সাং- নয়াপাড়া, থানা – ঘোড়াঘাট ও জেলা- দিনাজপুর।
থানাসুত্রে জানাযায়,মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে
গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার সাহা নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উপজেলার বকচর এলাকায় গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের পশ্চিম পার্শ্বে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপরে শিউলী পরিবহনের বাস চেকিং করার সময় যাত্রী মো: লাবু মিয়া (৩৮) পিতা.মো: ছারমান, সাং- নয়াপাড়া, থানা – ঘোড়াঘাট ও জেলা- দিনাজপুর। গ্রেফতারকৃত আসামীর দুই নিতম্বে এবং পায়ের সাথে বিশেষ ভাবে কসটেপ দ্বারা প্যাচানো ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার এস আই সঞ্জয় কুমার সাহা জানান,এবিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা রজু করে গোবিন্দগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।