মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা কলারোয়া চন্দনপুর গয়ড়া কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় মুনতাহিনা নামের ৬ বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে দ্রুতগতির একটি মাটি বহনকারী ট্রাক্টর সুলতানপুর গ্রামের আলমগীর হোসেনের শিশু কন্যা মুনতহিনার প্রাণ কেড়ে নেয়(ইন্না…রাজিউন)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় মুনতাহিনা তার দাদা কলেজ মোড়ের রড-সিমেন্ট ব্যবসায়ী আ.সামাদ ফকিরের মোটরসাইকেলে দোকান থেকে বাইরে যাচ্ছিলো। পথিমধ্যে দ্রুতগতির মাটিবহনকারী ট্রাক্টরের সাইড দিতে যেয়ে মোটরসাইকেল থেকে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এসময় মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত মুনতাহিনাকে পার্শ্ববর্তী রমজান ডাক্তারের ক্লিনিকে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আসিফ কাউছার শিশুটির মৃত্যু ঘটেছে বলে জানান। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ সেখানে উপস্থিত হন। থানার এস আই আলমগীর হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ট্রাক্টর এর সাইড দিতে যেয়ে দাদার মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু ঘটেছে। শিশু মৃত্যুর আর্তনাদে এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছেন শতশত নারী-পুরুষ।
এদিকে, অবৈধভাবে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে মাটি বহন করার প্রতিবাদে এলাকার সচেতন মানুষ ফুঁসে উঠেছে।