বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে গভীর রাতে, আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দ দূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে তিনটায় পৌর শহরের মডেল মসজিদ সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ড ভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮জন কিশোর-যুবকের একটি দল। রাত সাড়ে তিনটার দিকে লালমোহন মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে কাভার্ড ভ্যানটি আটকে দেন লালমোহন থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে কাভার্ড ভ্যানে করে আনন্দ ভ্রমণের নামে সজোরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারণে ভ্রমণকারীসহ কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। পণ্যবাহি ট্রাকে যাত্রী পরিবহন ঝুঁকিপূর্ণ, তার ওপর স্পিকার বাজিয়ে উম্মাদের মত নাচানাচির ফলে যেকোনও সময় অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার নির্দেশও দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।