নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৫শে জানুয়ারি গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মাইনুল ইসলাম শিল্পু, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো: ইকবাল মাজু।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান সাহান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল করিম ভুট্টু , সাধারণ সম্পাদক অলি আহাদ, গাইবান্ধা পৌর কমিটির আহ্বায়ক মোঃ নাফিস, বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো: বুলবুল আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মো: বাবুল আহমেদ-সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এরপূর্বে গাইবান্ধা জেলা, উপজেলা, পৌর এবং বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন গাইবান্ধা জেলা ও পৌরসভা শাখার নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে তারা বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও সাংগঠনিক শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।