মাসুদ রানা,জেলা প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন।
মঙ্গলবার দুপুরে তিনি এ হাসপাতালের
প্রসূতি ও শিশু ওয়ার্ড, ক্রিটিকেল কেয়ার ইউনিট, ল্যাবরেটরী সার্ভিস, মলিকরলার বায়োলজি ল্যাবরেটরীসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় ইনডোর আউটডোর রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন।
হাসপাতালের পরিবেশ ও সেবা নিয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে গরীব মানুষের জন্য বিনামূল্যে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র রোগী ও অটিস্টিক শিশুদের জন্য বিশেষ সেবা প্রদানের ব্যবস্থা করা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নিবিড় পর্যবেক্ষণের ফলে গত পাঁচ বছরে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। শিশু ও মাতৃমৃত্যু কমিয়ে আনার ফলে বাংলাদেশ বারবার আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে।
পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকের বলেন, হাসপাতলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, আশেপাশে হসপিটালের চেয়ে এটা অনেক উন্নত মনের প্রযুক্তি ব্যবহার করেছেন যে কারণে আপনারা নিঃসন্দেহে এখানে চিকিৎসা নিতে পারেন। কারণ সাধ্যের মধ্যে এখন দেশেই বিশ্বমানের চিকিৎসা’ প্রতিপাদ্যের চিকিৎসালয়টি মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেপিজের (কামপুলান পেরুতান জহুর) সহযোগিতায় প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে এর নান্দনিক অবকাঠামো দেখে। চিকিৎসাসেবার জন্যও এখানে আছে দারুণ আয়োজন। আছে আধুনিক প্রযুক্তির সব চিকিৎসা সরঞ্জাম। সেবা দিতে সবসময়ই প্রস্তুত আছেন দক্ষ চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা। দরকারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিতে পারবেন।
হাসপাতালের প্রশাসন জানিয়েছে, এখানে প্রসূতি স্ত্রীরোগ, শিশুরোগ, নাক-কান-গলা, অস্থি, হাড় ও মেডিসিন বিভাগ আছে। ৩০ শতাংশ রোগী, যারা সুবিধাবঞ্চিত তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে আছে বিশেষ ব্যবস্থা। এছাড়া প্রতিবন্ধী আর নির্যাতিত নারীদের সেবায় অগ্রাধিকার দেয় এই হাসপাতাল। দরিদ্র রোগীরা সেবা নিতে পারেন এক-তৃতীয়াংশ খরচেই।
এই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মালয়েশিয়ান নাগরিক জাইতুন বিনতে সুলাইমান বলেন, ‘আন্তর্জাতিক মানের হাসপাতালে যেসব সেবা থাকে, তার সবকিছু আছে এখানে। এটি বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতাল। তিনি আরো বলেন, এখানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এই হাসপাতাল অবশ্যই একদিন বিশ্বের সেরা হাসপাতালে পরিণত হবে।
এই চিকিৎসালয়ে দেশের সব প্রখ্যাত চিকিৎসক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। সপ্তাহে একদিন করে ২২ জন বিশেষজ্ঞ সুলভে চিকিৎসাসেবা দেন। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা থাকেন। সেই সাথে মালয়েশিয়ার বিশেষজ্ঞ ডাক্তার মালয়েশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেবা দিচ্ছেন এই হাসপাতালে।
মন্ত্রী পরিদর্শন কালে সকল ধরনের নিরাপত্তার সহযোগিতা করেন কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম রাফি সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।