এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আশার আলো খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর এসটিএস ফুটবল একাডেমী ২-১ গোলের ব্যবধানে জয়পুরহাটের পাঁচবিবি ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল’ এ শ্লোগানে এটি ছিল সমিতির তৃতীয় আসর।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের দক্ষিণ ভগবানপুর গ্রামের খোলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩২,গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
তিনি বলেন, তরুণ-যুব সমাজকে শারীরিক ও মানসিক সুস্থ্যতায় খেলাধূলায় অংশগ্রহণ জরুরি। শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও সময়োপযোগী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যুব ক্লাব বা সমিতির নেতৃবৃন্দদের প্রতি আহবান রাখেন।
খেলায় বরিশাল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজলো আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক সরকার ও সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মাজু মন্ডল,গোবিন্দগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, ধারাভাষ্যকার ছিলেন রবিউল ইসলাম প্রমুখ।
খেলাটি পরিচালনায় ছিলেন আশার আলো খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. শরিফ সুলতান তুলন এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির।