এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশনের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার তদন্ত (ওসি) আব্দুল মোমিন প্রমুখ।
এছাড়াও রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রেলস্টেশনের নির্মানাধীন কাজ পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেন, বাংলাদেশ সরকার দেশের সব কয়টি রেলস্টেশনকে আধুনিক ও উন্নত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রেলস্টেশন উপহার দিবেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
এর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপিকে বিরামপুরবাসীর পক্ষ থেকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
এসময় সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বিরামপুর স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন
দাবী বাস্তবায়নে রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন।