মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (১৫ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার গোমনাতী মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। এতে সভাপতিত্ব করেন—গোমনাতী মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আতিকুর রহমান।
গোমনাতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফরিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূবন আখতার, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, গোমনাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ প্রমূখ সহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা পর্বে গোমনাতী মহাবিদ্যালয়ের চার তলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এরপর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।