জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ভেড়ামারায় নতুনদিন প্রকল্পের আওতায় গ্রামের গর্ভবতী মহিলাদের সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য গত ১৬ই ফেব্রুয়ারী ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার বেলা ১১:৩০ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মিঠু। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা মো: আবু নাসির, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সচেতন সোসাইটির ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার মো: শাহীন মিয়া, মনিটরিং অফিসার মো: নাজমুল হক, উপজেলা সুপারভাইজার মো: রাজু আহমেদ সহ সিএম, জিএসএম, শিক্ষক, কাজী, সাংবাদিক, এবং এনজিও প্রতিনিধি। সভায় সচেতন সোসাইটির মনিটরিং অফিসার মোঃ নাজমুল হক প্রকল্পের মূল বার্তা, গর্ভবতী মহিলাদের যত্ন, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও কমিউনিটিতে সুস্বাস্থ্য অভ্যাসে এবং আচরণ পরিবর্তনে সচেতন সোসাইটি কিভাবে ভূমিকা রাখছে তা তুলে ধরেন।
সভায় বিভিন্ন প্রশ্ন উত্তর এবং মতামতের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরিশেষে উপজেলা চেয়ারম্যান প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সভার কার্যক্রম শেষ করেন।