আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৭ মে (মঙ্গলবার)সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা ভালুকা উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান এর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় উপজেলা চেয়ারম্যান অলহাজ্ব আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,পুলিশ, আনসার, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন মিল ফ্যাক্টরীর প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সম্মানিত নাগরিক কমিটির নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী, স্থানীয় ইলেকট্রনিক প্রিন্ট ও মিডিয়ার গণমাধ্যম কর্মী, ইউনিয়ন পর্যায়ের উদ্যোক্তা সকল শ্রেণী পেশার প্রতিনিধি সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম এর ব্যাপারে বিশত আলোচোনায় উপস্থিত সকলকে উৎসাহিত করেন।