মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার কর্তৃক রাখাইন পাড়া, মিনি বারে অভিযান পরিচালনা করে ৪২লিটার চোলাই মদ, নগদ টাকা, চোলাই মদ পানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ১২(বার) জন‘কে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
পুলিশ সুপার, কক্সবাজার জেলা মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),কক্সবাজার আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কক্সবাজার এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮/০২/২০২৩ খ্রিঃ তারিখ রাত ২১:২০ ঘটিকা হইতে ২২:৪৫ পর্যন্ত অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভাধী ০৮নং ওয়ার্ডস্থ বৌদ্ধ মন্দির ক্যাং পাড়া সাকিনস্থ মৃত ফোথেন রাখাইন এর বাড়ীর নিচতলা হইতে ৪২(বিয়াল্লিশ) লিটার চোলাই মদ, নগদ ৩,০৮০(তিন হাজার আশি) টাকা ও চোলাই মদ পানে ব্যবহৃত ১০(দশ) টি ছোট গøাস‘সহ ১২(বার) জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ জানায় তারা পলাতক আসামী মিসান রাখাইন ও মাখিন রাখাইন প্রকাশ মাখিং এর সহায়তায় অজ্ঞাতানামা আসামীদের জোগসাজসে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রি করিয়া আসছে। তাহাদের এজেন্টের মাধ্যমে কক্সবাজার জেলায় আগত পর্যটকদের নিকট দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রি করিয়া আসিতেছে।
উপরোক্ত বিষয়ে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।