মোঃ শরিফুল ইসলাম,লালপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার আয়োজনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
(২১শে ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টায় লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় সাংগঠনিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সালাউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী সচিব আব্দুল মোত্তালেব রায়হান, সদস্য জামিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি শাহীন ইসলাম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, শিমুল আলী, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নহুউল্লাহ, দপ্তর সম্পাদক মেহেরাবুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, শরিফুল ইসলাম, আব্দুল জব্বার সুজন, রুবেল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সংবাদ লিখনেতে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।