মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও পৌরসভার ৩নং- সংরক্ষিত (মহিলা) আসনে কাউন্সিলর পদে ২ জন, ২নং- ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭ জন এবং পীরগঞ্জ পৌরসভার ২নং সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। ২০ ফেব্রুয়ারি সোমবার প্রত্যাহারের শেষ দিনে যাচাই বাছাই শেষে এসব প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা পায়। ঠাকুরগাঁও
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত ৩নং- ওয়ার্ডে (মহিলা) কাউন্সিলর পদে দ্রৌপদী দেবী আগারওয়ালা ও ফারজানা আক্তার প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ২নং- ওয়ার্ডে মো: সামিউল ইসলাম, মোহাম্মদ শামসুদ্দীন, মো: মানিক আলী, মো: মনোয়ার হোসেইন, মো: আইনুল হক, মোছা: আনারকলি ও মো: কাজল প্রতিদ্বন্দিতা করছেন। পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত (মহিলা) ২নং- ওয়ার্ডে কাউন্সিলর পদে মোছা: হাসিনা বানু, মোছা: মাকসুদা বেগম ও মোছা: বিউটি আকতার প্রতিদ্বন্দিতা করছেন।
উল্লেখ্য, ৩টি ওয়ার্ডের কাউন্সিলরগণ পদত্যাগ ও মৃত্যুবরণ করায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত ৩নং- (মহিলা) ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬৮ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৩১ ও মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৩৭ জন। ঠাকুরগাঁও পৌরসভার ২নং- ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৮৩৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩ হাজার ৫১০ জন। এছাড়াও পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ২নং – (মহিলা) ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৯২২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ৯০৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪ হাজার ১৬ জন। আগামী ১৬ মার্চ উল্লেখিত ২টি পৌরসভার ৩টি ওয়ার্ডের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।