লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ঘটনার দেড়যুগ পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী মো: মানিক মিয়া (৫২) কে আটক করেছে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প। আটককৃত মানিক কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া গ্রামের আ: সাহেদ মিয়ার পুত্র।র্যাবের প্রেসরিলিজ থেকে জানা গেছে, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারী রাত প্রায় ৭টার সময় আসামী মো: মানিক মিয়া তার অন্যান্য সহযোগীর সহায়তায় কিশোরী
ভিকটিমকে অপহরন করে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে আটককৃত ধর্ষণকারীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৩,
তারিখ ১৬ এপ্রিল ২০০৫খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী
২০০৩) এর ৭/৯(১)/৩০। পরবর্তীতে মামলাটি বিজ্ঞ আদালতে বিচার শেষে উক্ত মামলার প্রধান আসামী মো: মানিক মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক জনাব কিরণ শংকর হালদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ (সিনিয়র জেলা ও দায়রা জজ), কিশোরগঞ্জ গত ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী আসামী মো: মানিক মিয়া (৫২) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে আর এ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর থেকেই আটককৃত আসামী মানিক আত্মগোপনে চলে যায়। আসামীর অবস্থান নিশ্চিত করে এবং গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৫ মার্চ তারিখে রাত সাড়ে এগারোটার দিকে ডিএমপি দক্ষিন খান থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: মানিক মিয়া কে আটক করে। সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।