হেলাল হোসেন কবিরঃ লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপি সমর্থিত প্যানেল মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। সেখানে অ্যাড. মতিয়ার রহমান সভাপতি, অ্যাড. আকমল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
এ ছাড়াও সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম রাজু, কোষাধাক্ষ্য অ্যাড. আব্দুর রশিদ প্রধান, লাইব্ররী পদে অ্যাড. হাফিজুর রহমান হাফিজসহ ১৫ জনের পুরো প্যানেল জয়ী হয়েছেন বলে জানা যায়।