বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুর সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ ব্যবসা-বাণিজ্য বন্ধ ও চোরাচালান প্রতিরোধ কাজে বিজিবি সহ স্থানীয় বাসিন্দাগণ-কে আরও এগিয়ে আসতে হবে। জন সচেতনতার মাধ্যমে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করতে হবে। সীমান্ত সু-রক্ষা বাহিনী বিজিবি সহ প্রশাসনের সম্মিলিত প্রেচষ্টার মাধ্যমে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে চলা অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধের উদ্যাগে গ্রহন করা প্রয়োজন।
গত ১৩ মার্চ সোমবার বিকেল ৪টায় জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রী হাওর গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সু-রক্ষা ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত এক সূধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিপা মনি দেবী, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন,মিনাটিলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সালাম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস।
যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায়
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা সুনিল দেবনাথ,ধন নম:,মো: শাহ আলম মিয়া,খোর্শেদ আলম, যুবলীগ নেতা মির্জান আহমদ রুবেল।
এছাড়া সভায় বিজিবি,পুলিশ আনসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।