আনোয়ার হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ ইং পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান এর পক্ষে, কমলনগর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন।
পরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি,কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, রামগতি থানা সার্কেল সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, কমলনগর থানা অফিসার ইনচার্জ মো: সোলায়মান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো সফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি,উপজেলা কৃষি অফিসার আবু ছায়েদ তারেক, সহকারি মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আই তারেক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।