জামালপুর প্রতিনিধিঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডঃ শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, ‘আমি আশা করি সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি। রমজানের পরিপূর্ণ সওয়াব সবার ওপর বর্ষিত হোক।
তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলাবাসীর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।