মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেছেন নীলফামারীর ডোমার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।
শুক্রবার (৩রা জানুয়ারী) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ মাঠ ও সোনারায় উচ্চ বিদ্যালয় হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে দুই ইউনিয়নের শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন- ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায়, হরিণচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওসমান গণি দুলাল, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ শরীফ হোসেন, মাহির মুহাম্মদ মিলন, মোঃ বাঁধন ইসলাম, মোঃ এহসানুল হক মিলন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।
ছাত্রনেতারা জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কর্তৃক বরাদ্দকৃত শীতবস্ত্রগুলো ইউনিয়ন পর্যায়ের অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। কার্যক্রমের প্রথম দিনে সোনারায় ও হরিণচড়া ইউনিয়নে প্রায় চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৬শে ডিসেম্বর সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পূর্বনির্ধারিত শীতবস্ত্র কর্মসূচির অংশ হিসেবে ডোমার আগমনের কথা থাকলেও সচিবালয়ে তার মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকে ঢাকা ফেরত যান তিনি।