স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরীমদ ও গাঁজা ৪ জন যুবক আটক। দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ৯ টারদিকে উপজেলার বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় সংলগ্ন পাঁকা রাস্তার উপর দাড়িয়ে কয়েকজন যুবক অবৈধ্যভাবে মাদক গাঁজা সেবন ও ক্রয় বিক্রয় করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নির্দেশনায় থানা পুলিশের উপপরিদর্শক বিজয়কৃষ্ণ কর্মকার ও উপসহকারী রাজকুমার,উপসহকারী আজমীর হোসেন সহ সঙ্গীয় ফোর্স তৎক্ষণিক ঘটনাস্হলে অভিযান পরিচালনা করে হাতেনাতে ৩ জন যুবকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করেন।আটককৃতরা হলেন পুর্ববাজুয়া গ্রামেরআমিরুল হকের ছেলে রনিশেখ (৩০) বাজুয়া দাশপাড়া গ্রামের বাবু দাশের ছেলে হৃদয় দাশ(২২) বাজুয়া ইউনিয়ন পরিষদের পাশে মৃত রবীন দাশের ছেলে প্রসেনজিত দাশ(২৮)।
অপরদিকে গভীররাতে উপজেলার বানীশান্তা ইউনিয়নের বানিশন্তা গ্রামের শাহাজাহান মীরের বাড়ির
সামনে বেড়িবাঁদের কাঁচা রান্তার উপর শিমন অরফে ছোট্ট হালদারের ছেলে মার্টিন হালদার কালু (২৭) কে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা প্লাস্টিকের ৫ লিটারের পানির পাত্রের মধ্যে দেশীয় তৈরী ৫ লিটার চোলাই মদ সহ তাকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে সকলকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।