মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশাহারা মানুষ। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এ অবস্থায় বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামে পাওয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পেতে মরিয়া হয়ে ছুটছেন কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার নিম্ন আয়ের মানুষ। এই ভিড়ে পণ্য পেতে পাঁচ–ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
অন্যদিকে এই নিত্যপণ্য পেতে এনআইডি কার্ড নিয়ে বাইরে অসংখ্য দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ টিসিবির বিক্রয়কেন্দ্রগুলোতে পণ্যের আশায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথমে যেই ব্যাক্তি আগে আসবে সেই ব্যাক্তি আগে পণ্য নিয়ে চলে যেতে দেখা যাচ্ছে। আবার অনেকেই অপেক্ষার পরে শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে খালি হাতে। এ অবস্থায় টিসিবির কার্ডের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, সদাশয় সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে জনসাধারণের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করেছি। আজকের দিনে পৌরসভায় টেক পাড়ায় ১০০০ জন, পোকখালি ইউনিয়নে ১৭১৭ জন, ঈদগাঁ ইউনিয়নে ১৬২৪ জনসহ সর্বমোট ৪৩৪১ জনকে পণ্য বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলায় টিসিবির পণ্যের জন্য ৪ হাজার ৩৪১টি কার্ড বরাদ্দ রয়েছে। প্রত্যেক মাসে একবার করে কম দামে ডাল, চিনি, তেলসহ নিত্যপণ্য কেনার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক সারিবদ্ধ ব্যাক্তি ৪০৫ টাকার বিনিময়ে দুই কেজি করে ডাল, চিনি ও তেল দেওয়া হচ্ছে। খোলাবাজারে এসব পণ্যের দাম ৭০০ টাকার বেশি। ফলে টিসিবির পণ্য পেতে প্রতিটি বিক্রয়কেন্দ্রে উপচে পড়া ভিড়।
অসংখ্য নিম্ন আয়ের মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। তবে পণ্য না থাকায় শেষ পর্যন্ত তাঁরা খালি হাতে ফিরে যান। ফিরে যাওয়া এসব মানুষের কেউ কেউ পণ্য না পেয়ে কেঁদে ফেলেন।