লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার হাজিরহাট পালকি কমিউনিটি সেন্টারে ওলামায়ে কেরাম,রাজনীতিবিদ,শিক্ষাবিদ,সুধী ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলের উপজেলা সভাপতি মুফতি শরীফুল ইসলাম। ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ শোরাফ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, রামগতি উপজেলা সভাপতি মুফতী হারুনুর রশীদ, ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডাঃ নাসির আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল সিরাজী,
হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইমামুজ্জামান বাসার, চরবসু মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক, দৈনিক সমকালের সাংবাদিক বেলাল হোসেন জুয়েল,দৈনিক ইনকিলাবের আমানত উল্যাহ, এশিয়ান দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক মো: আনোয়ার হোসেন,দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মুছাকালিমুল্লাহ, দৈনিক যুগান্তরের সাংবাদিক শাহরিয়ার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান দিদার,যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত সহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কমলনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, ব্যবসয়াী সুধী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার আলোচনায় বলেন, দেশের অর্থনীতিতে আজ চরম বিপর্যয় চলছে, রাষ্ট্রীয়ভাবে সিন্ডিকেটের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে উপনীত হয়েছে। যার ফলশ্রুতিতে মধ্যবিত্তের জনজীবন মারাত্মকভাবে হতাশাগ্রস্ত। বর্তমান রাষ্ট্রের অব্যবস্থাপনার ফলে দেশের যুবসমাজ আজ রাষ্ট্রীয়ভাবে বোঝায় পরিণত হয়েছে, দেশের শিক্ষিত প্রায় আড়াই কোটি যুবক মরণব্যাধি বেকার সমস্যায় ভুগছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারেনা। তাই আসুন! ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এ ঘুনে ধরা রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করতে কাজ করি।