নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের লালপুর উপজেলায় পৃথক সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়।
র্যাব-৫ ,সিপিসি-২,নাটোর ক্যাম্প সহায়তায় নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান,
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, নাটোর মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর মহোদয়ের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক ১৭ এপ্রিল, ২০২৩ খ্রিঃ তারিখে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:০০ টা হতে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার কামারহাটি নতুনপাড়া বাজার এলাকায় অবস্থিত পুতুল বেকারীকে (স্বত্বাধিকারী: মাহাবুব) ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০,০০০/-, আড়বাব বাজার এলাকায় অবস্থিত শহিদুল গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: শহিদুল) ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪০,০০০/-, কেশববাড়িয়া বাজার এলাকায় অবস্থিত আনন্দ গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: আনন্দ) ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২৫,০০০/-, কেশববাড়িয়া বাজার এলাকায় অবস্থিত সুশান্ত গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: আনন্দ) ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২৫,০০০/-, চকজোতদেউবকী বাজার এলাকায় অবস্থিত জিহাদ দই ঘরকে (স্বত্বাধিকারী: জিহাদ) ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০,০০০/-, বিলমারিয়া, ঘোষপাড়া বাজার এলাকায় অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: জয় ঘোষ) ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০,০০০/-, বড়বাড়িয়া বাজার এলাকায় অবস্থিত জে এস ট্রেডার্সকে (স্বত্বাধিকারী: ইকাত) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
র্যাব-৫ ,সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।