মোঃ মজিবর রহমান শেখঃ সারা দেশে ২০২৩ সালের এস,এস,সি ও সমমান পরীক্ষার প্রথম দিন ৩০ এপ্রিল রোববার পরীক্ষা শুরু হয়েছে । তার ঐ অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী উপজেলার ৫টি ভেন্যু কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩ শ’ ৯০ জন। প্রথম দিন অনুপস্থিত ৫১ জন। বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ কেন্দ্রে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৭ টি, এর মাঝে মাদ্রাসা ২১টি, কারিগরি ৪টি, এবং মাধ্যমিক ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, চলমান এস,এস,সি ও সমমান পরীক্ষা সুষ্ঠ্য ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষার পরিবেশ ও আইন শৃঙ্খলা অবাদ ও সুসম্মত রাখতে প্রতিটি কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার ও পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে। ‘শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সংশোধিত ও পুরনো পূর্ণবিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৬ জন। এর মধ্যে ছাত্র ১০ লক্ষ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।
৮ টি সাধারণ শিক্ষা বোর্ডে, ১টি মাদ্রাসা ও ১টির একযোগে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।