বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে মে দিবস উদযাপন করা হয়েছে।
২ মে(মঙ্গলবার) কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কচুয়া তন্ময় মিলনায়তনে সকাল ১১ টায় দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে প্রথমে কচুয়া উপজেলা চত্বর থেকে একটি সংক্ষিপ্ত রেলি বের হয়।এরপর তন্ময় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এপির প্রোগ্রাম অফিসার কল্লোল বেনজামিন দাস,সমর হালদার,ইশিতা বৈরাগী,শিউলি কস্তা,স্পন্সরশীপ প্রকল্পের অফিসার ক্রিস্টিয়ানা রাখি।এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এপির প্রায় ৮৪ জনের মতো সহায়তাকারীরা দিবসটি উদযাপনে অংশনেয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে এপির পক্ষ থেকে স্কুল,গ্রাম সহ বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক ভাবে বেশকিছু কর্মসূচি গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে।