মোঃহাসান ফরাজী,ভোলাঃ বাংলাদেশের দক্ষিণ উপকূল এলাকা দিয়ে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার ১০ নম্বার এবং ভোলাসহ ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে।
শনিবার (১৩ মে) আবহাওয়া অধিদপ্তরের ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। অতি প্রবল ঘূর্ণিঝড়টি দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি এড়াতে ভোলায় জেলা প্রশাসকসহ
যৌথ সমন্বয়ে সকল ধরনের পদক্ষে গ্রহণ করা হয়েছে। এবং সিপিপি মাইকিং করে সকলকে নিকটবর্তী এলাকার সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।