বিশেষ প্রতিনিধিঃ গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারাদেশে মহানগর-জেলায় বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (১৩ মে) বিকালে নয়া পল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে এই সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য।’
তিনি আরও বলেন উচ্চ আদালতের নির্দেশনা অমান্য, নিম্ন আদালতে আবার আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে।
সকাল থেকে বিভিন্ন ইউনিটের নেতা কর্মী সমর্থকরা মিছিল সহকারে জনসভায় আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে।জনসভায় কেন্দ্রীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আজকের এই বিশাল জনসভায় মিছিল সহকারে অংশ গ্রহণ করেন হাওর এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বি এনপি পরিবারের সন্তান শহীদ জিয়ার আদর্শের সৈনিক উপজেলা যুবদলের অন্যতম নেতা বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নাছির মিয়া সহ অন্যান্ন নেতৃবৃন্দ।